চৌগাছা, যশোর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে চৌগাছার লাইট চত্বরে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ
নেতৃত্ব ও মোনাজাত পরিচালনা
উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
দুই মনোনয়ন প্রত্যাশীসহ নেতৃবৃন্দের উপস্থিতি
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—যশোর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন আরেক মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম নেতৃত্বশক্তি। তাঁর দ্রুত আরোগ্য লাভ দেশের জনগণের প্রত্যাশা।
দল-মত নির্বিশেষে অংশগ্রহণ
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামী ও সাধারণ মানুষ দল মত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে প্রেসক্লাব মোড়ে আছরের সালাতের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।?
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় বিএনপি- অংশগ্রহণে হাজারো মানুষের দোয়া মাহফিল

