জামায়াত নেতাদের আত্মত্যাগ, বিদেশে থাকা নেতারা দেশপ্রেমিক নন:  চৌগাায় এটিএম আজহারুল ইসলাম

আরো পড়ুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের ১৮ কোটি মানুষকে পিছনে ফেলে যারা বিদেশে নিরাপদ আশ্রয়ে থাকেন, তারা কোনোভাবেই দেশপ্রেমিক দাবি করতে পারেন না। তিনি উল্লেখ করেন, জামায়াত নেতারা দেশ ছেড়ে পালাননি, বরং বিদেশ থেকে ফিরে এসেও ফাঁসির মঞ্চে উঠেছেন। অথচ আজ অনেক রাজনৈতিক নেতাই বিদেশ থেকে দেশের মাটিতে পা রাখার সাহস পাচ্ছেন না।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
দুর্নীতি দমন প্রথম কাজ, ৩-৫ বছরে বেকারত্ব দূর করার দাবি
এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ গরিব দেশ নয় উল্লেখ করে বলেন, দেশে সম্পদের অভাব নেই; অভাব কেবল সৎ ও চরিত্রবান নেতৃত্বের। দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, “জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম কাজ হবে দুর্নীতি দমন। আমাদের দুই মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়ে কোনো দুর্নীতির দৃষ্টান্ত রেখে যায়নি—এটাই তার প্রমাণ।”
তিনি আরও দাবি করেন, ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। তাদের যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার যাকাত আদায় হতে পারে, যা দেশের উন্নয়নে ব্যবহার করা হবে।
“আমরা মন্দির পাহারা দিয়েছি, হামলার অভিযোগ মিথ্যা”
রাজনৈতিক প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে জামায়াত নায়েবে আমীর তাদের বিরুদ্ধে ওঠা ‘অমুসলিমদের জোর করে মুসলমান বানানোর’ অভিযোগ অস্বীকার করেন। তিনি পালটা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আমলে মন্দিরে হামলা হলে তার দায় জামায়াত-শিবিরের ওপর চাপানো হয়েছে। অথচ গত দুই বছর জামায়াতের কর্মীরাই দেশে মন্দির পাহারা দিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “আমরা কারও ওপর হামলা করবো না। কিন্তু কেউ হামলা করতে চাইলে আমরা তা প্রতিহত করার ক্ষমতা রাখি।” তিনি যুবকদের প্রতি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের প্রশংসা
এটিএম আজহারুল ইসলাম যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের প্রশংসা করে বলেন, ৩০ বছর ইংল্যান্ডে থাকার পর মোসলেহ উদ্দিন ফরিদ নাগরিকত্ব ছেড়ে মানুষের সেবা করতে দেশে এসেছেন। তাকে বিজয়ী করা জনগণেরই দায়িত্ব।
চৌগাছা উপজেলা জামায়াতের আমীর গোলাম মোর্শেদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসূল এবং প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ অন্যা^ন্য নেতারা।

আরো পড়ুন

সর্বশেষ