ঝিনাইদহের মহেশপুরে জেলে এবং কৃষকের ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর পদ্মবিল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
* সোহেল রানা (২৮): মহেশপুরের বেগমপুর গ্রামের বাসিন্দা।
* আলী হোসেন (৩৫): চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এই দুই হোতা দীর্ঘদিন ধরে মহেশপুর ও আশপাশের এলাকায় সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম অভিযানের কৌশল ব্যাখ্যা করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে এই দুই ডাকাত দলের সদস্য পদ্মবিল এলাকায় গা-ঢাকা দিয়ে অবস্থান করছে।
ওসি বলেন, “খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করেন। কেউ জেলে, কেউ কৃষক সেজে ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরই ওই দুই ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া করে তাদের আটক করা হয়।”
ওসি আরও নিশ্চিত করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তিই ডাকাতির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কৃষকের ছদ্মবেশে অভিযান: ঝিনাইদহে আন্তজেলা ডাকাত দলের ২ হোতা গ্রেপ্তার

