মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, হাজার ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা

আরো পড়ুন

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেল থেকে ভয়াবহ আগুন লেগেছে। সাড়ে তিন ঘণ্টা ধরে আগুন জ্বললেও পানি সংকট ও যানজটের কারণে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়, তবুও রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস জানায়, সরুগলির কারণে গাড়ি দূরে রাখতে হয় এবং দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হচ্ছে। পানি সংকটের কারণে পাশের নালায় সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বস্তিবাসীরা আগুনে সবকিছু পুড়ে যাওয়ার শঙ্কায় আতঙ্কিত। সুমন আহম্মেদ বলেন, “আগুনের সময় বাইরে ছিলাম, ফিরে দেখেছি সব শেষ। স্ত্রী ও সন্তান নিরাপদে বের হলেও কিছুই নিতে পারিনি।” ফজলু জানিয়েছেন, ৫ শতাধিক ঘর পুড়ে গেছে। সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলছেন, “আমি কেমনে বাঁচব, সব শেষ হয়ে গেছে।”

কিছু বাসিন্দা টিভি, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করছেন। লাভলী বেগম বলেন, “সাত বছর ধরে সংগ্রহ করা সব জিনিস পুড়ে গেছে।” স্কুলপড়–য়া শিশু হাসান ও তার মা লিমা আক্তার আগুনে ক্ষতিগ্রস্ত বসতিপ্রদেশ থেকে জিনিসপত্র বের করছেন।

কড়াইল বস্তি রাজধানীর গুলশান ও বনানীর পাশে প্রায় ৯০ একর এলাকায় বিস্তৃত। এখানে প্রায়ই আগুন লাগে, কারণ সংকীর্ণ রাস্তা ও ঘরগুলো ঘনভাবে লাগানো টিন, বাঁশ ও কাঠের। চলতি বছরে ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে এবং গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরও আগুন লেগেছিল। অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, ঘরগুলো একে অপরের ঘনিষ্ঠতার কারণে আগুন দ্রুত ছড়ায়।

আরো পড়ুন

সর্বশেষ