যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা বিশ্ববিদ্যালয়ের সামনের যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় সংঘটিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনের ফটোকপির দোকানে গেলে দোকানদার তাকে উত্ত্যক্ত করেন। উত্তেজিত হয়ে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করেন। পরে স্থানীয় দোকানদাররা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষ ইট-পাটকেল ছুড়ে মারতে থাকে। এতে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হন।
পরবর্তীতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে টায়ার ও বেঞ্চ জ্বালিয়ে বিক্ষোভ করেন, যা সড়কে তীব্র যানজট সৃষ্টি করে। স্থানীয় ফাঁড়ি, থানা পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, “স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে আহতের নির্দিষ্ট সংখ্যা এখন বলা যাচ্ছে না।

