বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডি) উদ্যোগে ঝিকরগাছা ও শার্শায় আয়বর্ধন ও দক্ষতা উন্নয়নের জন্য পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিআরডিবি পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজীপ) আয়োজনে, ঝিকরগাছায় রাজস্ব বাজেটের আওতায় দক্ষতা উন্নয়নের দুই দিনের প্রশিক্ষণ এবং শার্শায় দুগ্ধজাত গাভী পালনে আয়বর্ধনমূলক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়। ঝিকরগাছা ও শার্শা অফিসের হলরুমে পৃথকভাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি যশোরের উপ-পরিচালক বি এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শার্শা উপজেলা বিআরডিবি কর্মকর্তা এস এম শাখির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা পজীপ ও নাভারণ ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিছুর রহমান, এবং শার্শা উপজেলা পজীপ কর্মকর্তা জাহিদুল ইসলাম।প্রমুখ।

