যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

আরো পড়ুন

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত শাহীন ঘটনাটি ঘটার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত শাহীন শহরের কাঠালতলা ঘোষপাড়ার মৃত মজিবরের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে শহরের গরিবশাহ মাজার সংলগ্ন নদীর ধারে স্থানীয়দের কাছে চোর সন্দেহে ধরা পড়ে শাহীন। উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে মাজারে অবস্থানরত মিলন নামে এক ব্যক্তি শাহীনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, এই ঘটনায় পুলিশ তদন্ত করছে।

আরো পড়ুন

সর্বশেষ