দিনাজপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নশিপুরে ধান গবেষণা কেন্দ্রের সামনে একটি মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়:
হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন:
* মাজিয়া বেগম (১৫)
* মর্জিনা খাতুন (৫৫)
* এক শিশু (পরিচয় অজ্ঞাত)।
আহতরা হলেন:
* সারজিনা বেগম (৩১)
* অটোচালক রুবেল (৩২)
দুর্ঘটনার বিবরণ:
সাব ইন্সপেক্টর রেজাউল করিম জানান, দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আমরা গ্রামের একই পরিবারের পাঁচজন সদস্য একটি ইজিবাইকে করে কান্তজি মন্দিরের মেলা দেখতে যাচ্ছিলেন। পথে মিনিবাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুরে মিনিবাস-ইজিবাইক সংঘর্ষ: একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

