নিজস্ব প্রতিবেদক
আসন্ন সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুর উপজেলায় ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান শাহীন চার ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ালেন। তিনি মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সদ্য প্রয়াত মোহাম্মদ মুছার জেষ্ঠ্যপুত্র।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে মণিরামপুর বাজার থেকে কয়েক শত মোটরসাইকেলের বহর নিয়ে এই শোডাউন শুরু হয়। কাশিমনগর ইউনিয়ন থেকে শুরু করে খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়ন প্রদক্ষিণ করে শোডাউনটি সম্পন্ন হয়। পথে বিভিন্ন মোড়ে মোড়ে তিনি পথসভায় বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
“জীবিত মুছার চেয়ে মৃত মুছা অনেক শক্তিশালী”
পথসভাগুলোতে কামরুজ্জামান শাহীন মণিরামপুরের জনগণের কাছে তার সদ্য প্রয়াত পিতা মোহাম্মদ মুছার জন্য দোয়া চান। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমার পিতার স্বপ্ন পূরণের জন্য রাজনৈতিক মাঠে নেমেছি। রাজনীতিতে এসে টের পাচ্ছি জীবিত মুছার চেয়ে মৃত মুছা অনেক শক্তিশালী।” তিনি মণিরামপুরবাসীর কাছে ধানের শীষের মনোনয়ন পেয়ে পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
শোডাউনের অংশ হিসেবে শাহীন কাশিমনগরের কালারহাট বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। এছাড়া খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের ইত্যা বাজার, পলাশীমোড়, ভান্ডারি মোড়, রোহিতা বাজার ও খেদাপাড়া বাজারে গুরুত্বপূর্ণ পথসভাগুলো অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ:
শোডাউনে কামরুজ্জামান শাহীনের সাথে ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. আলতাফ হোসেন ও মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহিনুর রহমান পান্না, মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, উপজেলা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পথসভায় বক্তব্য রাখেন রোহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আতিয়ার রহমান, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার শরিফুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, বিএনপি নেতা মাস্টার শামসুল হক এবং হরিহরনগর বিএনপির নেতা সোহরাব হোসেন।

