উলাশী ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার: সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি সহকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি কর্তৃক এক সফল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ১নং ওয়ার্ডের উলাশী হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকটি স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক বিশাল জনসমাবেশের রূপ নেয়।
পরিবর্তন ও উন্নয়নের বার্তা:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি তার বক্তব্যে বলেন, “শার্শার মানুষ পরিবর্তন চায়, চায় উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ। ধানের শীষ বিজয়ী হলে এ এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন ঘাটতি পূরণ হবে।”
ঐতিহাসিক খালের স্মৃতিচারণ:
জনাব তৃপ্তি উলাশী ইউনিয়নের ঐতিহাসিক এক খালের কথা উল্লেখ করে বলেন যে এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কেটেছিলেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের স্বার্থে তিনি স্বশরীরে এসে এই খাল কাটার কাজের উদ্বোধন করেন এবং শ্রমিকদের সঙ্গে মাটিও কাটেন। তিনি খালটিকে এ অঞ্চলের ইতিহাসের অংশ ও উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
নির্বাচন ও গণতন্ত্রের দাবি:
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান নেদা। তিনি তার বক্তব্যে বলেন, “উলাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটারদের সম্পৃক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” বক্তারা অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোঃ মেহেরুল্লাহ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্য শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে উপস্থিত জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়

আরো পড়ুন

সর্বশেষ