যশোর আইনজীবী সমিতির নির্বাচনের চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ

আরো পড়ুন

যশোর আইনজীবী সমিতির (Jessore Bar Association) আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (তারিখ উল্লেখ নেই, তবে তথ্য অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী এই তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিভিন্ন পদে বৈধ প্রার্থীরা হলেন:
* সভাপতি পদে:
* সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু
* এম এ লাতিফ
* সহ-সভাপতি পদে:
* গোলাম মোস্তফা (১)
* আলমগীর সিদ্দিক (১)
* বাসুদেব বিশ্বাস
* সাধারণ সম্পাদক পদে:
* এমএ গফুর
* আবু মোর্ত্তজা ছোট
* আকম মনিরুল ইসলাম
* কাজী রেফাত রেজওয়ান সেতু
* যুগ্ম সম্পাদক পদে:
* আব্দুল করিম মন্ডল
* নুর আলম পান্নু
* সহকারী সম্পাদক পদে:
* রিনা আখতার মিলি
* আশরাফুল আলম
* সেলিম রেজা
* গ্রন্থগার সম্পাদক পদে:
* কামরুল হাসান সোহেল
* এসএম শাহরিয়ার হক
* কার্যকরী সংসদ সদস্য পদে:
* শাহাজাহান কবির খান বিপ্লব
* রেহেনা পারভীন
* শফিকুল ইসলাম
* আজহারুল ইসলাম
* মুন্সী মনজুরুল মাহমুদ লিটু
* মৌলুদা পারভীন
* মেহেদী ইমাম বাপ্পী
নির্বাচন ও ভোটের সময়সূচী
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টার মধ্যে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর শুক্রবার। ওই দিন সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে মোট ৫৩৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

আরো পড়ুন

সর্বশেষ