যশোর আইনজীবী সমিতির (Jessore Bar Association) আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (তারিখ উল্লেখ নেই, তবে তথ্য অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী এই তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিভিন্ন পদে বৈধ প্রার্থীরা হলেন:
* সভাপতি পদে:
* সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু
* এম এ লাতিফ
* সহ-সভাপতি পদে:
* গোলাম মোস্তফা (১)
* আলমগীর সিদ্দিক (১)
* বাসুদেব বিশ্বাস
* সাধারণ সম্পাদক পদে:
* এমএ গফুর
* আবু মোর্ত্তজা ছোট
* আকম মনিরুল ইসলাম
* কাজী রেফাত রেজওয়ান সেতু
* যুগ্ম সম্পাদক পদে:
* আব্দুল করিম মন্ডল
* নুর আলম পান্নু
* সহকারী সম্পাদক পদে:
* রিনা আখতার মিলি
* আশরাফুল আলম
* সেলিম রেজা
* গ্রন্থগার সম্পাদক পদে:
* কামরুল হাসান সোহেল
* এসএম শাহরিয়ার হক
* কার্যকরী সংসদ সদস্য পদে:
* শাহাজাহান কবির খান বিপ্লব
* রেহেনা পারভীন
* শফিকুল ইসলাম
* আজহারুল ইসলাম
* মুন্সী মনজুরুল মাহমুদ লিটু
* মৌলুদা পারভীন
* মেহেদী ইমাম বাপ্পী
নির্বাচন ও ভোটের সময়সূচী
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টার মধ্যে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর শুক্রবার। ওই দিন সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে মোট ৫৩৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
যশোর আইনজীবী সমিতির নির্বাচনের চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ

