যশোরের পালবাড়ি মোড়ে খালুর মোটরসাইকেল চুরি করে বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন এক ভাগ্নে। রোববার দুপুরে সন্দেহভাজন হিসেবে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর সন্ধ্যায় উত্তম-মধ্যম দেওয়ায় রকিব নামে ওই যুবক মোটরসাইকেলটি চুরি করার কথা স্বীকার করেন।
তবে এই পারিবারিক চুরির ঘটনায় পুলিশি হস্তক্ষেপ চাইছে না অভিযুক্তের পরিবার।
যেভাবে ধরা পড়ল ভাগ্নে
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে নড়াইলের চন্ডিবরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রকিব একটি হোন্ডা মোটরসাইকেল নিয়ে পালবাড়ি মোড়ে আসেন। তিনি স্থানীয়দের কাছে মোটরসাইকেলটি বিক্রির প্রস্তাব দেন। বিক্রির সময় রকিব অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে রকিব ব্যর্থ হন।
রকিব দুপুরে কাগজপত্র আনার কথা বলে চলে গেলেও সন্ধ্যায় তিনি ফিরে আসেন, কিন্তু তখনও কোনো নথি দেখাতে পারেননি।
স্বীকারোক্তি ও খালুর নিশ্চিতকরণ
এরপর স্থানীয়রা তাকে উত্তম-মধ্যম দিয়ে জিজ্ঞাসাবাদ করলে রকিব স্বীকার করেন যে, মোটরসাইকেলটি তার দুসম্পর্কের খালু তবিবর রহমানের। রকিব জানান, খালুর মোটরসাইকেলটি একটি গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য রাখা ছিল, সেখান থেকেই তিনি চুরি করে এনে বিক্রির চেষ্টা করছিলেন।
পরে স্থানীয়রা তবিবর রহমানকে ফোনে বিষয়টি জানালে তিনি চুরির বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, তিনি যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।
ফ বর্তমানে সোহাগ কাউন্টারে আটক
এ রিপোর্ট লেখা পর্যন্ত চোর রকিবকে পালবাড়ি মোড়ের সোহাগ কাউন্টারে আটকে রাখা হয়েছে। চোরাই মোটরসাইকেলটি স্থানীয়রা হেফাজতে রেখেছেন।
স্থানীয়রা মন্তব্য করেছেন, মামা ও রকিবের পরিবার এই পারিবারিক চুরির ঘটনা নিয়ে কোনো ঝামেলা বাড়াতে চান না এবং তারা বিষয়টি পুলিশকে না জানানোর অনুরোধ জানিয়েছেন।
খালুর মোটরসাইকেল চুরি করে ভাগ্নে বিক্রির সময় আটক, পরিবারের

