অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশের উচ্ছেদ অভিযানের পর, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫ জন বাংলাদেশিকে বেনাপোল সীমান্তে ফেরত দিয়েছে। দেশে ফেরত আসা এই ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এই ১৫ জন বাংলাদেশি শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টায় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত পথ দিয়ে দেশে ফিরে আসেন।
ফেরত আসা ব্যক্তিদের পরিচয়
ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা এবং খুলনার বিভিন্ন এলাকায়। তাঁদের নাম:
* আব্দুল হান্নান (৬০)
* হোসেন আলী (২৫)
* আকলিমা খাতুন (৫২)
* শাহানারা খাতুন (১৫)
* হাফিজুর রহমান (৩১)
* রেশমা খাতুন (২৮)
* আজমিরা (০৫)
* বাবলুর রহমান (৪২)
* তাহামিনা বেগম
* জান্নাতুল বুশরা (০৪)
* তাইজুল ইসলাম (৪৩)
* মোসাঃ নাসিমা খাতুন (৪১)
* শেফালী খাতুন (৩৬)
* আমিনুর রহমান (৫৬)
* আব্দুল্লাহ আল মামুন (২৯)
ফেরত আসার কারণ
ফেরত আসা হোসেন আলী জানান, তারা ৫ থেকে ৭ বছর আগে কাজের সন্ধানে ভারতে বসতি স্থাপন করেছিলেন। সম্প্রতি ভারত সরকার এসআইআর (SIR) কার্যক্রম চালু করায়, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে। অনেকের ঘরবাড়ি ভেঙে দেওয়ার পর তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন, এবং পরে বিএসএফ তাঁদের বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কাছে হস্তান্তর করে।
অন্যান্য ফেরত আসারা জানান, যাদের ভোটার তালিকায় নাম নেই বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, মূলত তাদের লক্ষ্য করেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অনেকে নিরুপায় হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।
প্রশাসনের পদক্ষেপ
বেনাপোল বিজিবি সূত্র নিশ্চিত করেছে যে ফেরত আসা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন এবং অন্যান্য নথি যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়। এরপর রঘুনাথপুর বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন সাহা বলেন, “বিজিবি সদস্যরা ফেরত আসা বাংলাদেশিদের থানায় হস্তান্তর করলে রাতেই তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
বেনাপোল সীমান্তে বিএসএফ কর্তৃক ১৫ জন বাংলাদেশি ফেরত

