যশোরে এইচএসসি শিক্ষার্থীদের নিকাদান কার্যক্রম শুরু

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : যশোরে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম। এ কর্মসূচির আওতায় গতকাল সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯ টা থেকে যশোর পিটিআই টিকা কেন্দ্রে শুরু শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম। এ টিকা দানের কর্মসূচীতে অগ্রাধিকার পাবে যশোর জেলার ২৪ হাজার এইচএসসি পরীক্ষার্থী। পিটিআই হল রুমের মধ্যে দুটিবুথে চলে এই টিকা কর্যক্রম। পাশাপাশি টিকার কার্যকারিতা রক্ষা করার জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাবস্থা।

আজ সকালে এই টিকা কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সরকারি মহিলা কলেজের অধক্ষ্য ড.আহসান হাবিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মীর আবু মাউদ।

সকাল ৯ টা থেকে টিকা কার্যক্রমে প্রথম দিনের মতো টিকা গ্রহন করে যশোর সরকারি মহিলা কলেজের দুইশত শিক্ষার্থী এবং এমএম কলেজের তিনশত  শিক্ষার্থী। তাদের সকলকে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহন করে শিক্ষার্থীদের মধ্যে উৎফুল্ল এবং সস্তির হাসি দেখা যায়।

যশোর জেলা শিক্ষা অফিসার একে.এম গোলাম আযম জানান, যশোর জেলার ১লক্ষ ৫হাজার ৬শত ৪৯ জন শিক্ষার্থীকে এই টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে। আজ প্রথম দিনের মতো শহরের দুটি কলেজের মোট ৫০০ জন শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে ক্রমানুযায়ী আমরা বিভিন্ন উপজেলা এবং স্কুল কলেজ পর্যায়ে সিডিউল করে টিকা কার্যক্রম পরিচালনা করবো।

যশোর সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, আমরা আজ থেলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে এ জেলার ২৪ হাজার এইচএসসি শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান করবো এবং পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলাতেও এ কার্যক্রম চলবে।

শিক্ষার্থীদের টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম সনদ সঙ্গে করে আনতে হবে। তবে গতকালকের আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বে মূসলধারে বৃষ্টি উপেক্ষা করে টিকা কেন্দ্রে আসে শিক্ষার্থীরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ