বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। জাতীয় সনদ বাস্তবায়ন, প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান, দেশের সব জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে।
বিবৃতিতে তিনি আরও জানান, গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।
জামায়াত মঙ্গলবার (২৮ অক্টোবর)ও মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। দলটি সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানও বাস্তবায়ন করবে। এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিশেষভাবে প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

