শার্শা  পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার,

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলায় শনিবার রাত ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী এলাকায় বেতনা নদীর পাড়ের একটি ঝোপ থেকে ককটেলগুলো পাওয়া যায়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি জানান, এলাকার এক কৃষক তার বাড়ির পাশে ঝোপের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো কিছু বস্তু দেখতে পান এবং তা গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানান।

এরপর পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল উদ্ধার করে এবং থানায় নিয়ে আসার পর সেগুলো নিস্ক্রিয় করা হয়। ওসি আব্দুল আলিম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ