যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটক জাকির হোসেন বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকার শাহাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

