যশোরে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর গণশুনানিতে সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন সুলতানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
রোববার (২৬ অক্টোবর) যশোর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুদকের গণশুনানিতে এই অভিযোগ করেন ক্যাফে প্রেসক্লাবের পরিচালক মিজানুর রহমান।
তিনি জানান, গত বছর হোটেল কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার নামে নাজনীন সুলতানা ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন, পরে ৫ হাজার টাকা গ্রহণ করেন।
চলতি বছরও একইভাবে টাকা দাবি করেন। কিন্তু টাকা না দেওয়ায় সম্প্রতি তিনি ক্যাফেতে এসে হুমকি-ধমকি দেন।
মিজানুর রহমান আরও বলেন, “তিনি (নাজনীন) বলেন, ক্যাফের খাবার খেয়ে তার স্বামীর পেট খারাপ হয়েছে। এজন্য অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করবেন।”
এ সময় অভিযোগ শুনে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী রসিকতা করে বলেন,
“বাড়ি রান্না করতে পারে না, স্বামীকে ক্যাফেতে খাবার খেতে পাঠায়।”
এ বক্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
পরে অভিযোগের প্রেক্ষিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন সুলতানাকে বদলিসহ যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সিভিল সার্জনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

