যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিপাহী মোজাম্মেল হক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন হাবিলদার, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত টহল দেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। টহলরত অবস্থায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিপাহী মোজাম্মেল হক ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা হাবিলদার গুরুতর আহত হন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের সীমান্ত টহলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের একজন সিপাহী নিহত এবং একজন হাবিলদার গুরুতর আহত হয়েছেন। আহত সদস্যকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বেনাপোলে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, আহত এক হাবিলদার

