যশোরে ভ্যানচালক আব্দুল্লাহ হত্যার রহস্য উন্মোচন: গ্রেপ্তার ৩

আরো পড়ুন

যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর ভ্যানচালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় প্রধান অভিযুক্ত প্রতিবেশী মুকুল, আসানুর এবং সাগরকে আটক করা হয়েছে।
পুলিশের তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতা এবং ভ্যানটি হাতিয়ে নেওয়ার লোভে আব্দুল্লাহকে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হত্যা করে শার্শার নাভারন কাজীরবেড় গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের (সাব-বাক্স) ভেতরে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
আটকের পর মুকুলসহ অন্য আসামিরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। মঙ্গলবার রাতে তাদের আটক করার পর বুধবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, নিহত আব্দুল্লাহর ভ্যান এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বারিপোতা গ্রামের আব্দুল্লাহর বাবা ইউনুস আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন

সর্বশেষ