খুলনায় চাঁদা দাবির অভিযোগে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর সাবেক দুই নেতা আটক

আরো পড়ুন

খুলনা: চাঁদা দাবির অভিযোগে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে একজন ওএমএস (খোলা বাজারে পণ্য বিক্রি) ডিলার যখন পণ্য বিক্রি করছিলেন, তখন আশিক ও আব্দুল্লাহ তার কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুজনকে ধরে ফেলে এবং পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছেন।
এ বিষয়ে খালিশপুর থানার ওসি (তদন্ত) মো: মুরাদ হোসেন মিলন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে দু’জন যুবক এসে ওএমএস ডিলারের কাছে চাঁদা দাবি করে। স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর দেয়। আমরা তাদের থানায় নিয়ে এসেছি। ওই ডিলার এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।”

আরো পড়ুন

সর্বশেষ