চৌগাছায় বন্যপ্রাণী ধরার সময় হাতেনাতে আটক ৩ শিকারি

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর এলাকায় বন্যপ্রাণী শিকারের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬টি বাদুড় উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত রবিবার (১২ অক্টোবর) রাতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে শিকারিদের আটক করা হয়।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে, শিকারিদের দোষী সাব্যস্ত করে এই শাস্তি দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযান শেষে উদ্ধারকৃত ৬টি বাদুড়ের মধ্যে ৫টি জীবন্ত বাদুড়কে রাতেই নিরাপদে প্রকৃতিতে মুক্ত করে দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা বন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুসারে, বন্যপ্রাণী ধরা, মারা বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ