শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে পালিত হলো “আগ্রাসন প্রতিরোধ দিবস”।
যশোর জেলা স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল আবরার ফাহাদ স্মরণসভা, কুইজ প্রতিযোগিতা, চকলেট বিতরণ, দোয়া মাহফিল এবং শেষে নাস্তার ব্যবস্থা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন শিশির, যশোর জেলার আহ্বায়ক আল মামুন লিখনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর নেতৃবৃন্দ এবং সদস্যরা বক্তব্য প্রদান করেন।
বক্তারা ছাত্রলীগের হাতে শহীদ আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড স্মরণ করার পাশাপাশি ট্যাগিংয়ের নোংরা রাজনীতি, ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যাকাণ্ড ও তিস্তা চুক্তির মতো বিষয়গুলোর তীব্র নিন্দা জানান।
আলোচনা পর্ব শেষে দর্শক-শ্রোতাদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

