যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অমিয় কুমার ঘোষ নামে এক ব্যক্তি।
বুধবার (৮ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মণ্ডল মামলাটি গ্রহণ করে অভিযুক্ত আসামিদের প্রতি সমন জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রী পামেলী ঘোষ শাশুড়ির প্ররোচনায় স্বামীর কাছে অতিরিক্ত অর্থ দাবি করতে থাকেন। স্বামী সেই দাবি পূরণ করতে রাজি না হওয়ায় স্ত্রী ৫ লাখ টাকা ও গহনা নিয়ে বাড়ি থেকে চলে যান। এরপর সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় অমিয় কুমার ঘোষ যৌতুক নিরোধ আইনে এই মামলা দায়ের করেন।
যৌতুক দাবির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে স্বামীর মামলা

