যশোরে  দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী নাতির মৃত্যু

আরো পড়ুন

যশোর সদর উপজেলার ফতেপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে দাদার লাঠির আঘাতে মাত্র এক মাস বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার পর এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মাহেরা আক্তার মিনতাহা। সে মিরাজুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুরের চাঁনপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান প্রায়শই তাঁর স্ত্রীর সাথে ঝগড়া করতেন। মঙ্গলবার রাতেও একটি তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায়ে রাগের মাথায় শাহজাহান লাঠি নিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। দুর্ভাগ্যবশত, সেই আঘাতটি পাশেই শুয়ে থাকা তাঁর ছেলের এক মাস বয়সী শিশু কন্যা মাহেরা আক্তার মিনতাহা’র মাথায় লাগে।
সঙ্গে সঙ্গেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শাহজাহানকে আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ঘটনাটি নিশ্চিত করে জানান, শাহজাহান মূলত তাঁর স্ত্রীকে আঘাত করতে চেয়েছিলেন, কিন্তু সেই আঘাতই শিশুটির মৃত্যুর কারণ হয়েছে।
বর্তমানে শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ