মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর মাঠিলা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেন।
আলোচনার বিষয়বস্তু ও অংশগ্রহণকারী
শনিবার (০৪ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩-এর নিকট শূন্য রেখায় এই বৈঠক চলে।
বৈঠকে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি-এর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে, ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমার-এর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল যোগ দেয়।
উভয় পক্ষই সীমান্তে সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার, গরু পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়। এছাড়াও, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে আগামী দিনগুলোতেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রমের সমাপ্তি টানা হয়।

আরো পড়ুন

সর্বশেষ