যশোর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করে ৪৫ সদস্য বিশিষ্ট নতুন সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন কমিটি আগামী তিন মাসের জন্য কার্যকর থাকবে। আলহাজ্ব আজিজুর রহমানকে আহ্বায়ক এবং ডাক্তার মুফতি ফিরোজ শাহকে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির মূল লক্ষ্য হলো আগামী তিন মাসের মধ্যে যশোরের সব উপজেলায় কাউন্সিল সম্পন্ন করে জেলা কাউন্সিলের মাধ্যমে সংগঠনের নতুন কার্যক্রম শুরু করা।
কমিটির উল্লেখযোগ্য সদস্যবৃন্দ
যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম চঞ্চল, নজরুল ইসলাম এবং এম এ হালিম। এছাড়া, সম্মানিত সদস্য হিসেবে আছেন শরিফুল ইসলাম সরু চৌধুরী, অ্যাডভোকেট জহিরুল হক জহির, অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, মনিরুজ্জামান মনি, মিনহাজুল আরেফিন, ডাক্তার নাজিমউদ্দিন, জি এম হাসান এবং অধ্যাপক রেজাউল ইসলাম।
নির্বাহী সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, শফিউর রহমান, ইয়াকুব আলী, অ্যাডভোকেট জিএম আবু মুসা, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, আব্বাস আলী, সেকেন্দার আলী, আব্দুর রশিদ, আখতারুজ্জামান তরফদার, ডাক্তার আখতারুজ্জামান, সিকদার আবু সাঈদ, মঈন খান, মিজানুর রহমান মিজান, আব্দুর রহিম ফারাজি, রুহুল আমিন লাভলু, নজরুল ইসলাম, অধ্যাপক মনিরুজ্জামান, মনিরুজ্জামান হিরন, তুহিন খান, সোলায়মান হোসেন, ইদ্রিস আলী, পারুল নাহার আশা, আবু হারেজ, ইমন হোসেন লালটু, অলিয়ার রহমান, আব্দুর রশিদ মৃধা, হাবিবুর রহমান হাবিব (রেফারি), একরামুল হোসেন জুয়েল, ডাক্তার আব্দুল মান্নান, আলমগীর ফারাজি, ওসমান গনি সরকার এবং শেখ শহিদুল ইসলাম (মিরু)।

