যশোরে ছুরি হাতে যুবক আটক, 

আরো পড়ুন

যশোর শহরের শংকরপুর থেকে আওয়াল নাজির (৪০) নামে এক যুবককে ছুরি হাতে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মুদি দোকানিকে হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সোমবার দুপুরে শংকরপুর মাঠপাড়ার বাসিন্দা আওয়াল নাজিরকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, শংকরপুর চোপদারপাড়ার মুদি দোকানি আতিয়ার রহমানের পোষা বিড়ালটি ঘটনাক্রমে আওয়ালের বাড়িতে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আওয়াল একটি ছুরি নিয়ে আতিয়ারের দোকানে যান। সেখানে তিনি আতিয়ারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন।
আতিয়ারের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আওয়ালকে ছুরি-সহ হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী আতিয়ার রহমান বাদী হয়ে আওয়ালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা, এসআই তাপস কুমার পাল, জানান যে আওয়াল নাজিরের বিরুদ্ধে এর আগেও হত্যা, হত্যাচেষ্টা এবং চুরির অভিযোগে তিনটি পৃথক মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ