ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত’: প্রধান উপদেষ্টা

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। দীর্ঘ বিমানযাত্রার পর বিশ্রাম না নিয়েই নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, সরকার নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জবাবে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
বৈঠকের প্রধান বিষয়
বৈঠকে প্রধান উপদেষ্টা ও মার্কিন দূতের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
* বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
* সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা
* রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা
* ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভুল তথ্য প্রচার
অধ্যাপক ইউনূস জানান, সার্ক এক দশকের বেশি সময় ধরে সম্মেলন করতে পারেনি এবং তার সরকার এই সংস্থাটিকে পুনরায় সক্রিয় করতে চেষ্টা করছে। এছাড়া, তিনি নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টার ব্যস্ত সফরসূচি
নিউইয়র্ক সফরের প্রথম দিন, অধ্যাপক ইউনূস বেলজিয়ামের রানি মথিল্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন।
সফরের দ্বিতীয় দিনে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন, যেখানে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনায় অংশ নেন। এছাড়াও তিনি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও নেদারল্যান্ডসের রানির সঙ্গে বৈঠক করেন। তার কর্মসূচির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত একটি সংবর্ধনায় যোগদানও অন্তর্ভুক্ত ছিল।
আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরে তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ