যশোরে ধর্ষণের অভিযোগে ডিলার আটক

আরো পড়ুন

যশোরে এক কোম্পানির নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ডিলার সোহেল আমিনকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার বদরুল আমিন সালামের ছেলে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, চার-পাঁচ মাস আগে সোহেল ওই কোম্পানির ডিলারশিপ নেন। গত ১৮ সেপ্টেম্বর ডিলারদের একটি মিটিং শেষে তিনি ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করেন। এরপর তিনি তাকে জরুরি কথা আছে বলে পরের দিন সকালে তার অফিসে আসতে বলেন।
পরদিন সকালে ওই নারী সোহেলের অফিসে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পান। তখন সোহেল তাকে তার ফ্ল্যাট বাসায় নিয়ে যান। সেখানে কেউ না থাকায় ওই নারী চলে আসতে চাইলে সোহেল তাকে মারধর করেন এবং তার মুখে কাপড় গুঁজে দেন। এরপর তিনি তাকে ধর্ষণ করেন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এই ঘটনার পর ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং মামলা রেকর্ড করে। সবশেষে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন

সর্বশেষ