যশোরের শার্শা উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে, এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার রাত ১১টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মেসার্স জলিল স্টোর নামে একটি বড় মুদি দোকান, একটি চায়ের দোকান এবং একটি ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ‘মেসার্স জলিল স্টোর’-এর মালিক আব্দুল জলিল। তিনি জানান, তার দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। সম্প্রতি সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। এই অগ্নিকাণ্ডে তার সব শেষ হয়ে গেছে।
শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

