যশোরে চাকুসহ যুবক আটক, কারাগারে প্রেরণ

আরো পড়ুন

যশোর শহরের শংকরপুর থেকে একটি চাকুসহ আওয়াল নাজির নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আওয়াল শংকরপুর মাঠপাড়ার মৃত সোবহানের ছেলে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার এসআই তাপস কুমার পাল জানান, সোমবার দুপুরে আওয়ালের বাড়িতে একটি বিড়াল চলে যাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে শংকরপুর চোপদারপাড়ার মুদি দোকানি আতিয়ার রহমানের দোকানে যান। সেখানে তিনি আতিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করেন।
আতিয়ারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আওয়ালকে চাকুসহ আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় আতিয়ার রহমান বাদী হয়ে আওয়ালের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এসআই তাপস কুমার পাল আরও জানান, আওয়ালের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং চুরির আরও তিনটি মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ