যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ সেপ্টেম্বর) কেশবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে মোট ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখলা গ্রামের কামরুজ্জামান খান (৪২), কন্দপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলাম মিন্টু (৩৭), এবং যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকার মোঃ আব্দুল্লাহ সিকদার (২৬)।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান ও মিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেশবপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈমুর রহমান নাঈমের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল্লাহ সিকদারকে ৪০ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

