ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আসাদুজ্জামান স্যার। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে তার প্রতি রইলো আন্তরিক শুভকামনা।
তার মতো একজন অভিজ্ঞ ও সুযোগ্য শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা যায়। তার দূরদর্শিতা, কর্মনিষ্ঠা এবং সঠিক দিকনির্দেশনা এই প্রতিষ্ঠানকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
আমরা দোয়া করি, মোঃ আসাদুজ্জামান স্যার যেন সুচারুভাবে বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং শিক্ষার্থীরা তার তত্ত্বাবধানে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তার সফল নেতৃত্বে ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হোক—এটাই আমাদের একান্ত প্রত্যাশা।

