দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াত নেতাসহ তিন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

আরো পড়ুন

ঘোড়াঘাট, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর একজন সাবেক নেতাসহ তিন ইউপি সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যাদেরকে দলে বরণ করা হয়েছে, তারা হলেন ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক জামায়াত নেতা ওহিদুজ্জামান বাবু, ৩নং ওয়ার্ডের সোনামিয়া মোল্লা, এবং ৮নং ওয়ার্ডের মফিজুল হক।
যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানের পর সাবেক জামায়াত নেতা ওহিদুজ্জামান বাবু জানান, তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিংড়া ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক এবং পরে সেক্রেটারির দায়িত্ব পালন করেন। কিন্তু ৫ আগস্টের ঘটনার পর থেকে দলের পক্ষ থেকে কেউ তার খোঁজখবর না রাখায় তিনি বিএনপিকে ভালোবেসে এই দলে যোগ দিয়েছেন। তিনি আরও জানান, তার ওয়ার্ডে বিএনপিকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে তিনি কাজ করে যাবেন।
অন্যদিকে, সিংড়া ইউনিয়ন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী বলেছেন, ওহিদুজ্জামান বাবুকে ২০১৪-১৫ সালের দিকেই সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছিল। এখন তিনি কেবল একজন সমর্থক হিসেবে গণ্য হতে পারেন।

আরো পড়ুন

সর্বশেষ