যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন

আরো পড়ুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্তরাষ্ট্রে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারার ওপর আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় জানান, নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলা, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনটি জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
ডায়াস্পোরা অ্যালায়েন্সের তীব্র নিন্দা
এদিকে, দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স এক জরুরি বিজ্ঞপ্তিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারি সফরে অংশগ্রহণকারী এনসিপি নেতাদের ওপর এই হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, এটি রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তাব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরাই ন্যূনতম নিরাপত্তা না পান, তবে বিদেশে বাংলাদেশি কনস্যুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায়? তারা কাদের স্বার্থে কাজ করছে?”
ডায়াস্পোরা অ্যালায়েন্স বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ