যশোর শহরের হুদারমোড় এলাকায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তিন ব্যক্তি। সোমবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের গণপিটুনির শিকার হওয়ার পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ধরা পড়া তিন ব্যক্তি হলেন—ফরিদপুর জেলার সালতা উপজেলার জুইকান্দা গ্রামের শফিক মাতব্বর (৩৮), একই উপজেলার আলতা পুরারার সোহেল মাতুব্বর (২৭) এবং মধুখালী উপজেলার মেছারদিহা গ্রামের মনির হোসেন (২৮)।
স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে গণপিটুনি দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শফিক মাতব্বর ও মনির হোসেন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, সোহেল মাতুব্বরকে প্রাথমিক চিকিৎসার পর কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

