তালায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা তরুণী মামলা করেছেন

আরো পড়ুন

তালা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শামীম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শামীম হোসেন উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়ারা গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রায় সাত-আট মাস আগে মোবাইলে শামীমের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে শামীম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে নিজের বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
অভিযোগে বলা হয়েছে, এই ধর্ষণের ফলে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সর্বশেষ গত ১৫ আগস্ট শামীম ওই তরুণীকে তার বাড়িতে ডেকে নিয়ে টানা তিন দিন ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর সে তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং বাড়ি থেকে বের করে দেয়।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ