যশোরের চৌগাছা উপজেলায় সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের একটি মাদ্রাসার জমি থেকে চারটি মেহগনি গাছ কেটে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হিজলী গ্রামের বাসিন্দা মঈন উদ্দীন অভিযুক্তদের বিরুদ্ধে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন—হিজলী গ্রামের তারাচাঁদ ঢালীর ছেলে কামাল হোসেন (৪৮) এবং মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন (৪৪)। অভিযোগ অনুযায়ী, তারা মাদ্রাসার সরকারি জমি থেকে গাছগুলো কেটে বিক্রি করেছেন।
অভিযোগকারী মঈন উদ্দীন বলেন, “অভিযুক্তরা প্রায়ই এ ধরনের অনৈতিক কাজ করে। এবার তারা মাদ্রাসার সরকারি গাছ কেটে বিক্রি করেছে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।”
অভিযুক্ত কামাল হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য গাছগুলো ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছি। মাদ্রাসার কোনো কমিটি না থাকায় অনুমতি নেওয়া সম্ভব হয়নি।”
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো আমাদের হেফাজতে নিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

