যশোরের চৌগাছা-ঝিকরগাছা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ কোন্দল এখন মিটে গেছে। যশোর জেলা বিএনপির প্রভাবশালী নেতা এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান-এর নেতৃত্বে দুই উপজেলার নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। এর ফলে, তারা একত্রে দলীয় সকল কর্মসূচি পালন করছেন।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিজানুর রহমান খান দুই উপজেলার নেতাদের একত্রিত করার উদ্যোগ নেন। তার এই প্রচেষ্টার ফলস্বরূপ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের সব মনোনয়নপ্রত্যাশী এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘যশোর-২ আসনের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে বিভেদ ছিল, তা দলের ভাবমূর্তি নষ্ট করছিল। তারেক রহমানের নির্দেশে মিজানুর রহমান খান এই কোন্দল দূর করেছেন। এখন আমরা সবাই এক হয়ে ধানের শীষের জন্য কাজ করছি।’
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যিনি নিজেও একজন মনোনয়নপ্রত্যাশী, বলেন, ‘মিজানুর রহমান খানের সঙ্গে আমরা একমত হয়েছি যে, দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষ নিয়ে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই এখন ঐক্যবদ্ধ।’
মিজানুর রহমান খান বলেন, ‘যশোর-২ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমার শ্রমের প্রতিদান দিয়েছেন। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিএনপি এখন ঐক্যবদ্ধ। এখানে ধানের শীষ যার, আমরা সবাই তার। দলের হাইকমান্ডের নির্দেশে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে এই অঞ্চলের মানুষ আমাকে আপন করে নিয়েছে, যার জন্য আমি কৃতজ্ঞ।’

