শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী রোববার, ২১ সেপ্টেম্বর, একটি জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ২১ সেপ্টেম্বর একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।”
এর আগে, শনিবার বিকেলে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।
পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন দিনভর চলতে থাকে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীরাও উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোষ্য কোটা নিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

