যশোরের চার আইনজীবী অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত

আরো পড়ুন

যশোরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রমাণিত হওয়ায় চার আইনজীবীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবার সমিতির নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর।

অভিযুক্ত আইনজীবীরা হলেন- আব্দুর রাজ্জাক, সৈয়দ কবীর হোসেন জনি, রফিকুল ইসলাম এবং তরফদার আব্দুল মুকিত।
অভিযোগের বিস্তারিত
* আব্দুর রাজ্জাক: একটি এনজিও থেকে ৪১ লাখ ১২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ১৫ লাখ টাকার একটি চেক দিলেও তা ডিজঅনার হয় এবং তিনি বাকি টাকা দিতেও অস্বীকৃতি জানান।
* সৈয়দ কবীর হোসেন জনি: একটি জমি কেনার পর জমির মালিককে আট লাখ টাকা দিতে দীর্ঘদিন ধরে তালবাহানা করছেন।
* রফিকুল ইসলাম: একজন আইনজীবী হয়েও আরেক সহকর্মী, আইনজীবী নুরুল ইসলামকে নির্বাহী আদালতে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন।
* তরফদার আব্দুল মুকিত: এক মক্কেলের কাছ থেকে টাকা নিয়েও কাজ করেননি, উল্টো তার কাগজপত্র আটকে রেখে তাকে জিম্মি করে রাখেন।
জেলা আইনজীবী সমিতি প্রতিটি অভিযোগ পৃথকভাবে তদন্ত করে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সাধারণ সম্পাদক এম.এ. গফুর জানান, বৃহস্পতিবার লিখিত নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা অভিযুক্তদের জানানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ