অভয়নগরে কুকুরের কামড়ে ২০ জন আহত, আতঙ্কে স্থানীয়রা

আরো পড়ুন

অভয়নগর, যশোর: যশোরের অভয়নগর উপজেলায় কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন: প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের সালমান (৭), বনগ্রামের মুজাহিদ (৮), চেঙ্গিটিয়ার শিউলী দাস (৪০) এবং উলুবটতলার তুর্জাউন (১১) সহ বিভিন্ন বয়সী মানুষ। আহতরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা কালু জানান, বেশ কিছুদিন ধরে প্রেমবাগ ইউনিয়নে কুকুরের আনাগোনা বেড়েছে। আজ একাধিক কুকুরের দল পথচারীদের ওপর আক্রমণ করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম রাকিব জানান, আহতদের বেশিরভাগেরই ক্ষত গভীর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং সকালে হাসপাতালে এসে ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কুকুরভীতি ছড়িয়ে পড়েছে। তারা কুকুরের উপদ্রব কমাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ