শার্শা, যশোর: দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে যাত্রী চলাচল এবং রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ‘স্পট ট্যাক্স’ ব্যবস্থা না থাকায় এবং যাত্রী হয়রানির কারণে সরকার প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রাজস্ব হ্রাসের মূল কারণসমূহ
বেনাপোল চেকপোস্টের মাধ্যমে একসময় প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ হাজার যাত্রী ভারত যাতায়াত করতেন, যা থেকে সরকারের প্রায় ১ কোটি টাকা রাজস্ব আসতো। বর্তমানে এই সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এর প্রধান কারণগুলো হলো:
* ভিসা জটিলতা: ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে এবং মেডিকেল ও বিজনেস ভিসাও শিথিল করেছে। এর ফলে ভারতীয় ভিসা পেতে যাত্রীদের দীর্ঘসূত্রিতা ও ভোগান্তির শিকার হতে হচ্ছে, যা যাত্রী চলাচলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
* ভারতীয় যাত্রীদের আগমন হ্রাস: ভারতীয় পাসপোর্ট যাত্রীরাও বেনাপোল কাস্টমসের হয়রানি ও অতিরিক্ত পণ্য আটকের কারণে বাংলাদেশে আসা কমিয়ে দিয়েছেন। অথচ, এই যাত্রীদের থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আসত।
* ‘স্পট ট্যাক্স’ ব্যবস্থার অভাব: যাত্রীদের অভিযোগ, যদি তাদের কাছে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পণ্য থাকে, তবে তা কাস্টমস কর্মকর্তারা ইচ্ছামতো আটক করে রাখেন। আইন অনুযায়ী ডিএম (ডেপ্রিসিয়েশন মেথড) স্লিপ দেওয়ার কথা থাকলেও, অনেক ক্ষেত্রে তা দেওয়া হয় না। যাত্রীরা দাবি করছেন, অতিরিক্ত পণ্যের জন্য সেখানেই ‘স্পট ট্যাক্স’ পরিশোধের ব্যবস্থা চালু করা হোক, যাতে তাদের পণ্য আটক না হয় এবং সরকারও রাজস্ব পায়।
পণ্য আমদানির নির্ধারিত নিয়মাবলী
যাত্রীদের জন্য কিছু নির্দিষ্ট পণ্য শুল্কমুক্ত আমদানির নিয়ম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* মোবাইল ফোন: একজন যাত্রী বছরে একবার একটি মোবাইল আনতে পারবেন। যদি কোনো যাত্রী বিদেশে ৬ মাসের বেশি সময় থাকেন, তবে তিনি শুল্কমুক্তভাবে দুটি মোবাইল আনতে পারেন।
* স্বর্ণ ও রৌপ্য: একজন যাত্রী বছরে ১০০ গ্রাম স্বর্ণ এবং ২০০ গ্রাম ওজনের রৌপ্য আনতে পারবেন।
* অন্যান্য ইলেকট্রনিক পণ্য: এর বাইরে একজন যাত্রী একটি ল্যাপটপ এবং ২৯ ইঞ্চি পর্যন্ত একটি টেলিভিশন আনতে পারবেন।
বেনাপোল কাস্টমসে এই নিয়মগুলোর স্বচ্ছ প্রয়োগ এবং হয়রানি বন্ধ করা গেলে যাত্রী চলাচল পুনরায় বৃদ্ধি পাবে এবং সরকারও হারানো রাজস্ব ফিরে পেতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেনাপোল চেকপোস্টে স্পট ট্যাক্স না থাকায় সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব

