লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ, বিক্ষোভ

আরো পড়ুন

লন্ডন: লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ শীর্ষক এই আয়োজনের সময় উপদেষ্টার গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অনুষ্ঠান শুরুর আগে থেকেই ইউনিভার্সিটির সামনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। তাদের ধারণা ছিল, উপদেষ্টা মাহফুজ আলম যেই গাড়িতে আছেন, সেটি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। এই ভুল ধারণার বশবর্তী হয়ে তারা একটি গাড়িতে ডিম ছুড়ে মারেন।
অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টার দিকে হাইকমিশনের একটি গাড়ি যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিল, তখন আবারও বিক্ষোভকারীরা সেটিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এমনকি কয়েকজন বিক্ষোভকারী গাড়িটির সামনে শুয়ে পড়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। দ্রুত পুলিশ এসে তাদের সরিয়ে দিলে গাড়িটি বের হতে সক্ষম হয়। বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে, ডিম নিক্ষেপের সময় মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না। তিনি অন্য একটি পথে ক্যাম্পাস ত্যাগ করেন।
পরে হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি ছিলাম।” তিনি আরও বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি কাজ চালিয়ে যাবেন।
এই ঘটনার পর সোয়াস কর্তৃপক্ষ ও লন্ডন পুলিশ নিরাপত্তা জোরদার করে। ফলে মাহফুজ আলম ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নির্বিঘ্নে হলে প্রবেশ করতে সক্ষম হন।

আরো পড়ুন

সর্বশেষ