যশোর: যশোরে ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে নতুনহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির ভেতর থেকে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক শহিদুল ইসলাম শহিদ বেনাপোলের নামাগ্রাম বাওড়কান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত জাহান আলী ডাক্তারের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নতুনহাট বাজারে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। সেখানে গেলে এক ব্যক্তিকে ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টা করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় এবং তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার লুঙ্গির ভেতরের অংশে কসটেপ দিয়ে পেঁচিয়ে রাখা ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পুলিশ জানায়, শহিদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। তিনি এভাবে গাঁজা বহন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবির অভিযানে যশোরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

