যশোরের শার্শার গোগা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে।

