যশোরে ইরানী দম্পত্তিকে হেনস্তার ঘটনার সত্যতা পেয়েছে কোতোয়ালি থানা পুলিশ। তবে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। এ ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করেছে।
মামলার আসামি হয়েছেন বড় মেঘলা পশ্চিমপাড়ার আব্দুল মজিদের ছেলে আনারুল ইসলাম এবং মৃত আমজাদের ছেলে জাহাঙ্গীর হোসেন।
কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন মামলার এজাহারে উল্লেখ করেন, মঙ্গলবার বিকেলে খবর আসে নতুন খয়েরতলা এলাকায় দুই বিদেশী নাগরিককে কয়েকজন যুবক মারপিট করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ওই দম্পত্তিসহ চারজনকে হেফাজতে নেয়।
পুলিশের তদন্তে বের হয়ে আসে, গত ৭ সেপ্টেম্বর চাঁচড়া মোড়ে খাবারের হোটেল খোঁজার জন্য ওই ইরানী দম্পত্তি আসামি আনারুল ও জাহাঙ্গীরের কাছ থেকে সাহায্য নিয়েছিলেন। পরে ৯ সেপ্টেম্বর বিকেলে তাদের আবার পেয়ে দুই আসামি অভিযোগ করেন, আগের দিন তাদের কাছ থেকে কথোপকথনের সময় ১২ হাজার টাকা হারিয়ে গেছে এবং সেই টাকা দম্পত্তি নিয়েছেন বলে দাবি করে তাদের ওপর হামলা চালান।
এ ঘটনায় তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, দম্পত্তিকে মারপিট ও হেনস্তার প্রমাণ পাওয়া গেছে। মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে

