যশোরের চৌগাছায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী বলু দেওয়ানের মেলা। কিন্তু মেলাকে কেন্দ্র করে একদল যুবক হাজরেখানা প্রাথমিক বিদ্যালয়ের পাশে জুয়ার আসর বসালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে জুয়া খেলা শুরু হয় এবং দাবি করা হয় এটি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলামুল হক চঞ্চলের নির্দেশে চলছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্যসচিব আবু বক্করের নামও ওঠে আসে। তাঁদের অনুসারীরাও সেখানে উপস্থিত ছিলেন।
তবে সন্ধ্যার পর স্থানীয়রা সরব হয়ে প্রতিবাদ করলে আয়োজক কমিটির নেতাকর্মী ও পুলিশের সহযোগিতায় জুয়ার আসর বন্ধ করে দেওয়া হয়। এ সময় জুয়াড়িরা সটকে পড়ে, আর মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপি নেতা থেকে শুরু করে আয়োজক কমিটির সদস্যরাও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকার প্রবীণ রবিউল ইসলাম বলেন, “বলুর মেলা ২০-২২ বছর ধরে চলছে। এটি আমাদের সংস্কৃতির অংশ। এখানে যদি জুয়ার আসর বসে, তাহলে মানুষ নিরুৎসাহিত হয়ে ফিরে যাবে।”
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছে, মেলায় কোনোভাবেই জুয়া বসতে দেওয়া হবে না

