যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরো পড়ুন

দেশব্যাপী জাতীয় পার্টির বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গোহাটা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোতয়ালি থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন দলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, জেলা সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিমসহ জেলা ও পৌর কমিটির নেতারা।

বক্তব্যে শরিফুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় পার্টি দেশের রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা পালন করছে। একটি কুচক্রী মহল দলটিকে স্তব্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কার্যালয়ে হামলা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরো পড়ুন

সর্বশেষ